Type Here to Get Search Results !

অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮ গোল হজম! দুঃস্বপ্নের শুরু ভারতের মেয়েদের

 FIFA U-17 Women's World Cup



আমেরিকার পুরুষ ফুটবল দল কখনো বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু মার্কিন মহিলারা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। চারটে অলিম্পিক স্বর্ণপদক ছাড়াও তাদের রয়েছে চারটে বিশ্বকাপ। মিয়া হ্যাম, হোপ সলো, আলেক্স মরগান, কারলি লয়েড, জুলি ফাওদির মতো বিখ্যাত সব মহিলা ফুটবলার ছিলেন মার্কিন ফুটবলের ইতিহাসে। তাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা শক্তিশালী সেটা সহজেই বোঝা যায়।

সেই সাপ্লাই লাইন আসে অনূর্ধ্ব ১৭ পর্যায় থেকেই। ভারতের মেয়েদের আজ লড়াই ছিল এমন একটি প্রতিভাবান আমেরিকান দলের বিরুদ্ধে। আমেরিকার সঙ্গে ভারত পেরে উঠবে না সেটা জানা ছিল আগেই। কিন্তু তাই বলে এরকম জঘন্য হার অপেক্ষা করে আছে ভারতের জন্য এতটা আন্দাজ করা যায়নি।

দলের কোচ থমাস দেনার্বি জানিয়েছিলেন যে তার দল লড়াই করবে। কিন্তু সেটা শুধুই যেন কথার কথা। কোথায় লড়াই? এত শুধুই আত্মসমর্পণ। যত সময় গেল ততই যেন মার্কিন মেয়েদের দাপটে হারিয়ে গেল ভারতের মেয়েরা। প্রথমার্ধেই পাঁচ গোল হজম। রেবিমবাস, কলার, থমসন, গেমিরও পরপর গোল করলেন।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.