WB Primary School Teacher Recruitment TET 2022: প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির জরুরি বৈঠক শেষে পর্ষদ সভাপতি গৌতম পাল শুক্রবার জানিয়ে ছিলেন যে চলতি বছরের ডিসেম্বর মাসেই প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। তিনি খুব তাড়াতাড়ি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। ব্রাত্য বসু জানিয়ে দিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরবর্তী টেট পরীক্ষা। এগারো হাজার শুন্যপদে 11 ই ডিসেম্বর প্রাথমিকে টেট এবং বিজ্ঞপ্তি পুজোর আগেই প্রকাশিত হতে চলেছে।। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলেই ডিসেম্বরে টেট পরীক্ষা নেওয়ার এই উদ্যোগ। যদিও 9সেপ্টেম্বর পর্ষদের অ্যাড-হক কমিটির প্রথম বৈঠকে চলতি বছরের 11 ও 18 ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়ার তার বিপক্ষে মত দিয়েছিলেন। ওই বৈঠকে সদ্যদের একাংশের দাবি ছিল,প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাক্তন সভাপতিকে তলব করছেন ও পর্ষদ অফিসে নানা নথির খোঁজে তল্লাশি করছেন,তখন তড়িঘড়ি টেট পরীক্ষার আয়োজন করেছেন।