Type Here to Get Search Results !

WB Primary School Teacher Recruitment TET is going to be held in December। ডিসেম্বরেই WB প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের টেট অনুষ্ঠিত হতে চলেছে

 



WB Primary School Teacher Recruitment TET 2022: West Bengal Teachers Eligibility Test (WB TET) was conducted by the West Bengal Board of Primary Education(WBBPE) and WBSSC for D.EL.ED and B.ED candidates are considered to be the biggest test for students. WB TET 2022 notification will be released very soon. In this article, we have provided information about Primary School Teacher Recruitment TET 2022 and the latest information which information dealer by the West Bengal Board of Primary Education(WBBPE).

WB Primary School Teacher Recruitment TET 2022: প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির জরুরি বৈঠক শেষে পর্ষদ সভাপতি গৌতম পাল শুক্রবার জানিয়ে ছিলেন যে চলতি বছরের ডিসেম্বর মাসেই প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। তিনি খুব তাড়াতাড়ি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। ব্রাত্য বসু জানিয়ে দিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরবর্তী টেট পরীক্ষা। এগারো হাজার শুন্যপদে 11 ই ডিসেম্বর প্রাথমিকে টেট  এবং বিজ্ঞপ্তি পুজোর আগেই প্রকাশিত হতে চলেছে।। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলেই ডিসেম্বরে টেট পরীক্ষা নেওয়ার এই উদ্যোগ। যদিও 9সেপ্টেম্বর পর্ষদের অ্যাড-হক কমিটির প্রথম বৈঠকে চলতি বছরের 11 ও 18 ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়ার তার বিপক্ষে মত দিয়েছিলেন। ওই বৈঠকে সদ্যদের একাংশের দাবি ছিল,প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের নির্দেশে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাক্তন সভাপতিকে তলব করছেন ও পর্ষদ অফিসে নানা নথির খোঁজে তল্লাশি করছেন,তখন তড়িঘড়ি টেট পরীক্ষার আয়োজন করেছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.