Type Here to Get Search Results !

সৌরভের পক্ষে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়,শিরদাঁড়া বিক্রি নেই কামব্যাকের আর এক নাম সৌরভ #nationstandswithdada

 



#nationstandswithdada

বিসিসিআইতে ব্রাত্য সৌরভ। ঘৃণ্য রাজনীতির শিকার মহারাজ! ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আর থাকছেন না সৌরভ। বাঙালির গর্ব দাদাকে যেভাবে বিসিসিআই প্রেসিডেন্ট পথ থেকে সরানো হলো তা নিয়ে সরব সৌরভ ভক্ত থেকে আমজনতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সৌরভের পক্ষে একাধিক বার্তা ভেসে আসছে। হ্যাশট্যাগ ট্রেন্ডিং শুরু হয়েছে। #NationstandswithDADA নাম দিয়ে সৌরভকে সমর্থন জানানো শুরু হয়েছে। সৌরভ ভক্তরা ভারতীয় ক্রিকেট বোর্ড‌ থেকে তাদের প্রিয় দাদাকে বাদ দেওয়ার জন্য সোচ্চার হয়েছেন।


Never Forget who is your DADA।শিরদাঁড়া বিক্রি নেই।কামব্যাকের আর এক নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সমস্ত বার্তা দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে পোস্ট করা হচ্ছে। বিজেপিতে যোগদান না করার ফলেই সৌরভের এই অবস্থা বলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। ‌ভারতীয় ক্রিকেট বোর্ডে বিজেপির বিরুদ্ধে পরিবার তন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। যদিও এই তথ্য মানতে নারাজ বিজেপি। সৌরভ বিসিসিআই মসনদ থেকে বাদ পড়াতে ইতিমধ্যেই ট্রামে, বাসে জোর চর্চা।

সৌরভ ভক্তদের ধারণা, আইসিসিতেও সৌরভকে পাঠানো হবে না ভারতের প্রতিনিধি হিসেবে। পরিস্থিতি যা তাতে বোর্ড রাজনীতিতে কোন পদেই থাকছেন না সৌরভ। মঙ্গলবার বোর্ডের নয়া কমিটি তাদের মনোনয়ন জমা দিয়েছেন। সর্বসম্মতভাবেই সভাপতি পদে সৌরভের জায়গায় আসছেন রজার বিনি। সহ-সভাপতি রাজীব শুক্লা থাকছেন। সচিব পদে জয় শাহ বহাল থাকছেন। তবে যুগ্ম সচিব এবং কোষাধক্ষ্য পদে পরিবর্তন হচ্ছে। যুগ্ম সচিব পদের জন্য থাকছেন দেবজিৎ সাইকিয়ার নাম। কোষাধ্যক্ষ আশিস শেলার এবং আইপিএল চেয়ারম্যান পদের দৌড়ে অরুণ ধূমল। ১৮ই অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নয়া কমিটির নাম সরকারিভাবে ঘোষণা করা হবে। সেই সভাতেই ঠিক হবে আইসিসিতে ভারতের প্রতিনিধির নাম।


সৌরভের সম্ভাবনা নিয়ে ধোঁয়াশার মাঝেই আইসিসিতে যাওয়ার ব্যাপারে নাম শোনা যাচ্ছে, জয় শাহ এবং বর্তমান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের। শ্রীনিবাসনের নামও কানাঘুষে ভেসে উঠছে। এর মধ্যে মঙ্গলবার রাতে মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ। তবে পুরো ঘটনা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ দাদা। তবে সৌরভের পক্ষে সমর্থন বাড়ছে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.