Type Here to Get Search Results !

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর হাত ধরে কালীপুজোর উদ্বোধন

 

আজ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কালীপুজো উদ্বোধন করবেন শুভেন্দু।  দুর্গা পুজো উদ্বোধনে পিছিয়ে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  পুজোর উদ্বোধন করেছেন তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজো উদ্বোধনে তাঁকে দেখা গিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াতে।


ইতিমধ্যেই বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজো ও দীপাবলি উৎসবের সূচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখা যাচ্ছে প্রতিদিনই জেলায় জেলায় বিভিন্ন পুজো উদ্বোধনে। আজ, রবিবার শুভেন্দু অধিকারীর উদ্বোধনের তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার। আজ বিকেলে আমতলায় কালী পুজোর উৎসবের সূচনা করবেন শুভেন্দু। বিকেল চারটেয় আমতলা যুব সমাজের পুজোর উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে।


এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী শারদ উৎসবের সময় বলেছিলেন, ‘‘দুর্গা পুজো উদ্বোধন করার জন্য রাজ্যজুড়ে ডাক পেয়েছিলেন দু'শোর বেশি পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। কিন্তু সময় সীমিত হওয়ার কারণে হয়তো সব পুজোর উদ্বোধনে শেষ পর্যন্ত যেতে পারবো না। তবে ষষ্ঠীতে উদ্বোধন শেষ করলেও নবমী পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করব।’’

দুর্গাপুজোর পর এবার কালী পুজোতেও বেশ কয়েকদিন আগে থেকেই শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে কলকাতা-সহ জেলায় জেলায় কালীপুজো ও দীপাবলি উৎসবের সূচনা অনুষ্ঠানে অংশ নিতে। দুর্গাপুজোর সময় পিতৃপক্ষে পুজো উদ্বোধন সনাতন সংস্কৃতির অপমান বলে মন্তব্য করে শুভেন্দু নিজের পুরনো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে এও বলেছিলেন, আমরা 'অশুভ' তিথিতে পুজোর উদ্বোধন করে সনাতন সংস্কৃতির অপমান করি না'।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.