টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচটা আদৌ খেলা হবে কিনা তাই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। বৃষ্টি চলতে থাকলে বলা যাচ্ছে না কি হবে। বৃষ্টির পূর্বাভাস যেমন আছে, তেমনই আশঙ্কর কালো মেঘ কেটে যেতে পারে এমন সম্ভাবনাও আছে। তবে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার পাকিস্তান।
আরও পড়ুন - শাহিন নিয়ে ভারতীয় দলকে শেষ মুহূর্তের টিপস সচিনের, মানতেই হবে রোহিতদের
তার অন্যতম কারণ তাদের ফাস্ট বোলিং ইউনিট। শাহিন আফ্রিদি যেমন আছেন, পাশাপাশি হ্যারিস রউফ এবং নাসিম শাহ রয়েছেন। প্রয়োজনে হাসনেইন আছেন। এরা প্রত্যেকেই ১৪৫ কিলোমিটার গতিতে কম করে বল করতে পারেন। যদিও বিশ্বকাপের উইকেট অস্ট্রেলিয়াতে ব্যাটসম্যানদের সাহায্য করবে, তাও যদি একটা দলের কাছে তিনজন আগুনে গতির ফাস্ট বোলার থাকে, তাহলে তাদের মেরে রান তোলা সহজ নয়।
এই অ্যাডভান্টেজ রয়েছে একমাত্র পাকিস্তানের কাছে। অবশ্য শুধু গতি নয়, এরা প্রত্যেকেই সঠিক জায়গায় বল করতে পারেন। যে উইকেটে বাউন্স থাকবে, সেখানে এই ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলা কঠিন হবে। দুরন্ত গতির ফাস্ট বোলার পাকিস্তান ক্রিকেটের বরাবরের সম্পদ। খারাপ সময় হলেও পাকিস্তানে কখনও ফাস্ট বোলারর অভাব হয়নি