impact of russia-ukraine war on indian economy pdf
পরিকল্পনা মাফিকই যুদ্ধ এগোচ্ছে বলে এখনও দাবি করছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। কিন্তু হাজার হাজার সৈনিকের প্রাণ দিয়ে রাশিয়াকে (Russia Ukraine War) যুদ্ধের মূল্য চোকাতে হচ্ছে বলে দাবি ইউক্রেনের (Russia Ukraine Crisis)। তারা জানিয়েছে, গত তিন সপ্তাহব্যাপী যুদ্ধে অন্তত ১৪ হাজার রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ২০০-র বেশি রুশ সৈনিক (Russian Army) মারা গিয়েছেন বলে দাবি তাদের।
বৃহস্পতিবারও অনলাইন মাধ্যমে দুই দেশের মধ্যে সমঝোতা প্রক্রিয়া নিয়ে বৈঠক চলছে। সেই পরিস্থিতিতেই ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘এখনও পর্যন্ত অন্তত ১৪ হাজার রুশ সৈনিক মারা গিয়েছেন। ২০০-র বেশি রুশ সৈনিক মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টাতেই।’
রাশিয়ার সামরিক শক্তিও ধূলিসাৎ হওয়ার পথে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। তাদের দাবি, এখনও পর্যন্ত রুশ বাহিনীর ৪৪৪টি ট্যাঙ্ক ধ্বংস করতে সফল হয়েছে ইউক্রেনীয় সেনা। এ ছাড়াও রাশিয়ার ১ হাজার ৪৩৫টি সাঁজোয়া গাড়ি, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন এবং ৩টি রণতরী গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি কিভের। এ নিয়ে রাশিয়ার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে গত ২ মার্চ যুদ্ধে ৪৯৮ জন সৈনিকের মৃত্যুর খবর স্বীকার করেছিল তারা।